Web Analytics

বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ প্রার্থনা, সাজসজ্জা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করেছেন। তেজগাঁওয়ের হলি রোজারিও ও মোহাম্মদপুরের সেন্ট ক্রিস্টিনা চার্চসহ বিভিন্ন গির্জা আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি ও যিশুর জন্মগোশালা দিয়ে সাজানো হয়। সকাল থেকে হাজারো মানুষ প্রার্থনায় অংশ নেন এবং পরিবার-পরিজন নিয়ে উৎসবে যোগ দেন। গির্জার বাইরেও শহরের হোটেলগুলোতে বিশেষ খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হলি রোজারিও গির্জার ফাদার জয়ন্ত এস গোমেজ জানান, তারা দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রার্থনা করেছেন। তিনি বলেন, যিশু প্রান্তিক মানুষের মর্যাদা প্রতিষ্ঠা ও ন্যায়-সাম্য প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। গির্জার উপাসকরা জানান, তারা বাড়িতে কেক কাটা, পিঠা তৈরি, ক্রিসমাস ট্রি সাজানো ও উপহার বিনিময়ের মাধ্যমে দিনটি উদযাপন করেছেন। সেন্ট ক্রিস্টিনা চার্চের ফাদার কাজল পিউরিফিকেশন বলেন, এবারের প্রার্থনা ছিল সব ধর্মের মানুষের শান্তির জন্য।

উৎসবের আবহে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ আনন্দ ও শান্তির বার্তা ছড়িয়ে দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।