ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক চিকিৎসককে হানি ট্র্যাপে ফাঁসিয়ে মারধর ও তিন লাখ টাকা আদায়ের অভিযোগে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী ডা. শফিকুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা। তিনি জানান, ‘জুই চৌধুরী’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে তানিয়া আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। পরে দেখা করার জন্য ত্রিশালে ডাকা হলে সেখানে গিয়ে তিনি ফাঁদে পড়েন। একটি ভাড়া ফ্ল্যাটে নিয়ে গিয়ে কয়েকজন মিলে তাকে ঘিরে ধরে আপত্তিকর ভিডিও ধারণ করে এবং ১০ লাখ টাকা দাবি করে। প্রাণভয়ে তিনি প্রথমে ২২ হাজার ৫০০ টাকা দেন এবং পরে বিকাশে ২ লাখ ৮০ হাজার টাকা পাঠাতে বাধ্য হন। পরে তিনি থানায় মামলা করলে পুলিশ অভিযানে রবিউল মোল্লা, সোনালী আক্তার, রাজনা আক্তার ও আমিরনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৫৬ হাজার ৮৫০ টাকা ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।