Web Analytics

ফরিদপুরের বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা শামীম বিন ইসমাইল (২২) গ্রেপ্তার হয়েছেন। সোমবার গভীর রাতে পৌরসভার সোতাশী মমিন মার্কেট এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট ও বোমা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শামীমকে আটক করা হয় এবং মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন, আর পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।