ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, নতুন করে ফ্যাসিবাদ তৈরি করলে নতুন প্রজন্ম মেনে নেবে না। তারা যে কোন সময় যে কোন প্রেক্ষাপটে আবার জ্বলে উঠতে পারে। তিনি বলেন, বাংলাদেশে গত ১৫ বছরে দেশপ্রেমের মিথ্যে বয়ান তুলে এবং ৭১’র চেতনার কথা বলে গণহত্যা চালানো হয়েছে। যারাই সরকারের বিরুদ্ধে কথা বলেছে আইন আদালতের মাধ্যমে তাদের প্রচুর নির্যাতন করা হয়েছে। যে অর্থ বিদেশে পাচার করা হয়েছে তা দিয়ে দেশের চারটি বাজেট করা যেতো। তিনি অভিযোগ করেন, এখনো অনেকের মাঝে বিপ্লবের প্রতিচ্ছবি নেই। যারা লীগের নেত্রীর উস্কানিতে মাথাচাড়া দিয়ে উঠছে তাদের বোকা অভিহিত করে তিনি বলেন, যে নেত্রী নিজেকে বাঁচাতে পালিয়ে গেছে তার জন্য নিজেদের জীবন ঝুঁকিতে ফেলবেন না।