Web Analytics

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় জোট আগামী শুক্রবার চট্টগ্রামের লালদীঘির মাঠে বিভাগীয় সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান জানান, এ সমাবেশে ব্যাপক জনসমাগম হবে বলে আশা করা হচ্ছে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা এতে বক্তব্য দেবেন। সমাবেশের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, জুলাই সনদ বাস্তবায়ন, সংসদে পিআর পদ্ধতি চালু, নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করা এবং আওয়ামী লীগের গণহত্যা ও দুর্নীতির বিচার। এছাড়া আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও জানানো হয়েছে। শাহজাহান বলেন, গণভোট ছাড়া নির্বাচন হলে জনগণের ম্যান্ডেট প্রতিফলিত হবে না এবং এটি জাতীয় আকাঙ্ক্ষার প্রতিফলন নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।