Web Analytics

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশকে নিজেদের জাতীয় মানচিত্রে অন্তর্ভুক্ত করতে চায়। মার্কিন কংগ্রেসে জমা দেওয়া এই প্রতিবেদনে অরুণাচল প্রদেশকে বেইজিংয়ের ঘোষিত ‘কোর ইন্টারেস্ট’ বা মূল স্বার্থের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তাইওয়ান এবং দক্ষিণ ও পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলগুলোর মতোই অরুণাচল প্রদেশও চীনের দীর্ঘমেয়াদি জাতীয় কৌশলের কেন্দ্রে রয়েছে।

প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের অক্টোবর মাসে ভারত ও চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর অবশিষ্ট সংঘাতপূর্ণ এলাকা থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়। এর পর থেকে দুই দেশের মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা, বিমান চলাচল ও শিক্ষাবিদ বিনিময় নিয়ে নিয়মিত উচ্চপর্যায়ের আলোচনা চলছে। পেন্টাগনের মতে, চীন এই উদ্যোগের মাধ্যমে ভারত-চীন সম্পর্ক স্থিতিশীল রাখতে এবং যুক্তরাষ্ট্র-ভারত ঘনিষ্ঠতা রোধ করতে চায়।

এছাড়া প্রতিবেদনে চীন-পাকিস্তান সামরিক সহযোগিতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত করা হয়েছে, যা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে নতুন জটিলতা তৈরি করতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।