দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে বহিষ্কৃত আট নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। রোববার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুনর্বহাল হওয়া নেতাদের মধ্যে সুনামগঞ্জ, সিলেট ও ময়মনসিংহ জেলার বিভিন্ন ইউনিটের সাবেক নেতারা রয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিনা তালুকদারকেও পুনরায় প্রাথমিক সদস্য পদে ফিরিয়ে নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি দলীয় ঐক্য জোরদার ও অভ্যন্তরীণ সমন্বয় পুনঃস্থাপনের পদক্ষেপ হিসেবে বহিষ্কৃত নেতাদের পুনর্বহাল করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।