Web Analytics

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে প্রবেশে কানাডার একটি প্রতিনিধিদলকে বাধা দিয়েছে, নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে। ছয়জন কানাডীয় সংসদ সদস্য ও ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম)–এর সদস্যদের নিয়ে গঠিত এই দলকে আগে অনুমতি দেওয়া হলেও পরে তা বাতিল করা হয়।

ইসরাইলি কর্তৃপক্ষ জানায়, সফরটি আয়োজন করেছে কানাডিয়ান মুসলিম ভোট নামের একটি সংগঠন, যা ইসলামিক রিলিফ কানাডা থেকে তহবিল পায়—একটি সংস্থা যাকে ইসরাইল ‘সন্ত্রাসী সংগঠন’-এর সহযোগী হিসেবে তালিকাভুক্ত করেছে। এনসিসিএম প্রধান স্টিফেন ব্রাউন এই সিদ্ধান্তকে হতাশাজনক ও উদ্বেগজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, এটি অধিকৃত অঞ্চলের বাস্তবতা স্বাধীনভাবে পর্যবেক্ষণের সুযোগ সীমিত করছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ জানান, প্রতিনিধিদলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং কানাডীয় নাগরিকদের প্রতি আচরণ নিয়ে ইসরাইলের কাছে আপত্তি জানানো হয়েছে।

কানাডায় ইসলামিক রিলিফ কোনো নিষিদ্ধ সংগঠন নয় এবং তারা মানবিক সহায়তার জন্য সরকারি অনুদান পেয়ে থাকে। এই ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর নতুন চাপ সৃষ্টি হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।