Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে দলটি যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায়, তবে ইসলামি নীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। রবিবার (৭ ডিসেম্বর) নীলফামারীর কিশোরগঞ্জে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৯০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান আইন ও সংবিধান মানুষের তৈরি এবং তা পুরোপুরি ইসলামভিত্তিক নয়। কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমির আব্দুর রশিদ শাহ। অনুষ্ঠানে রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশিদ, জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নায়েবে আমির ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম ও সৈয়দপুর উপজেলা আমির হাফেজ আব্দুল মুনতাকিম বক্তব্য দেন। আজহারুল ইসলামের এই বক্তব্যকে জামায়াতের আদর্শিক অবস্থানের পুনঃনিশ্চিতকরণ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনের আগে দলটি নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করতে চাইছে, যদিও ইসলামভিত্তিক শাসনব্যবস্থার দাবি দেশে নানা বিতর্কের জন্ম দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।