Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় নির্বাচনের জন্য ‘জনতার ইশতেহার’ নামে একটি নতুন উদ্যোগ ঘোষণা করেছে। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, এই কর্মসূচির মাধ্যমে ১৮ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে নাগরিকদের কাছ থেকে সরাসরি মতামত সংগ্রহ করা হবে। নির্ধারিত ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে লিখিত, অডিও ও ভিডিও আকারে মতামত জমা দেওয়া যাবে।

তিনি বলেন, এই উদ্যোগ তিনটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে পরিচালিত হবে—জনগণের সরাসরি অংশগ্রহণ, তথ্যভিত্তিক অনলাইন বিশ্লেষণ এবং ভবিষ্যতে প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য ‘ডিজিটাল প্রমিজ ট্র্যাকার’। সংগৃহীত মতামতের ভিত্তিতে জাতীয় ও স্থানীয় পর্যায়ের দুটি ইশতেহার তৈরি করা হবে, যা পরিমাপযোগ্য ও সময়সীমাবদ্ধ কাঠামোয় সাজানো হবে।

গোলাম পরওয়ার আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে স্বচ্ছতা, অংশগ্রহণ ও জবাবদিহিতার নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। জনতার ইশতেহার সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.janatarishtehar.org ওয়েবসাইটে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।