Web Analytics

বুধবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে হাজারো মানুষ সমবেত হয়েছেন। নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ক্রমেই বাড়তে থাকে। দুপুর ২টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। সকাল ১১টা ৫০ মিনিটে লাল-সবুজ গাড়িতে খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায়, সঙ্গে ছিলেন তারেক রহমান। লাশবাহী গাড়ির চারপাশে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে সকাল ১১টার দিকে মরদেহবাহী গাড়িটি গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে রওনা হয়। জানাজা নির্বিঘ্নে সম্পন্ন করতে মিরপুর সড়ক ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার রাত থেকেই এলাকায় নেতাকর্মীরা ভিড় করতে শুরু করেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৮০ বছর বয়সে খালেদা জিয়া ইন্তেকাল করেন। গত ২৩ নভেম্বর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন এবং তার অবস্থা ছিল অত্যন্ত জটিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।