Web Analytics

আগামী ২৫ জানুয়ারি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে জরিমানা ও কারাদণ্ডের বিধান কার্যকর হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অপরাধে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা বা তিন মাসের কারাদণ্ড হতে পারে। আইনটি বিমানবন্দর এলাকা ও স্কলাসটিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত দেড় কিলোমিটার এলাকায় প্রযোজ্য হবে।

ডিএমপি বিমানবন্দর এলাকা ছাড়াও গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে নীরব এলাকা ঘোষণা করেছে, যেখানে হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এই উদ্যোগের লক্ষ্য নির্ধারিত এলাকাগুলিতে শব্দদূষণ কমানো। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ জানুয়ারি থেকে আইনটি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ডিএমপির ম্যাজিস্ট্রেটরা যৌথভাবে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলে জানিয়েছে পুলিশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।