অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে লুকিয়ে রাখা অর্থ ব্যাংকে জমা দেওয়ার ফলে কোটিপতি ব্যাংক হিসাবধারীর সংখ্যা বেড়েছে। ৯ ডিসেম্বর সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, এক কোটি টাকা বা তার বেশি আমানত থাকা হিসাবের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ছাড়িয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানত হিসাব দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৭০০টি, যা তিন মাসে ৫৫ লাখেরও বেশি বেড়েছে। নিত্যপণ্যের দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সঞ্চয় ভাঙতে বাধ্য হলেও, ধনী শ্রেণির আমানত বেড়েছে। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, কোটি টাকার হিসাব মানেই ব্যক্তিগত কোটিপতি নয়; অনেক প্রতিষ্ঠান ও সরকারি সংস্থারও এমন হিসাব রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই প্রবণতা আয়ের বৈষম্য বৃদ্ধির ইঙ্গিত দেয়। একদিকে সাধারণ মানুষ ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে, অন্যদিকে বিত্তবানদের সম্পদ আরও বাড়ছে।