Web Analytics

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাংলাদেশ রেলওয়েকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র বা পিএসআর জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে। আয়কর আইন ২০২৩-এর ধারা ২৬৪(৪) অনুযায়ী রেলওয়ে করযোগ্য সত্ত্বা নয় বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭ ডিসেম্বর জারি করা আদেশে এনবিআরের করনীতি উইংয়ের দ্বিতীয় সচিব (কর আইন-১) নুসরাত ফারজানা স্বাক্ষর করেন। এতে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠান হিসেবে রেলওয়ের কাছ থেকে আর আয়কর রিটার্নের প্রমাণ চাওয়া হবে না।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি দপ্তরগুলোতে কর সংক্রান্ত নথি ব্যবস্থাপনায় প্রায়ই জটিলতা দেখা দেয়। এনবিআরের এই নির্দেশনা রেলওয়ের প্রশাসনিক প্রক্রিয়া সহজ করবে এবং দাপ্তরিক কার্যক্রমে দীর্ঘসূত্রতা কমাবে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্ত অন্যান্য করমুক্ত সরকারি সংস্থার জন্যও একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে, যা ভবিষ্যতে প্রশাসনিক সংস্কারে সহায়ক হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।