Web Analytics

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনি কার্যক্রম ও প্রার্থীদের প্রচারের জন্য কেন্দ্রীয়ভাবে ক্রাউড ফান্ডিং উদ্যোগ শুরু করেছে। সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, এনসিপির প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ প্রার্থী এই কেন্দ্রীয় তহবিলের আওতায় নির্বাচনি ব্যয় পরিচালনা করবেন, যেখানে দাতারা সরাসরি দল বা নির্দিষ্ট প্রার্থীকে অনুদান দিতে পারবেন।

আসিফ মাহমুদ বলেন, অনুদান ও ব্যয়ের সব তথ্য প্রতিবছর উন্মুক্ত অডিট রিপোর্টের মাধ্যমে প্রকাশ করা হবে, যা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। তিনি এই উদ্যোগকে রাজনৈতিক অঙ্গনে এনসিপির স্বচ্ছতার প্রতিশ্রুতির বাস্তব উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও জানান, দলের অধিকাংশ প্রার্থী সাধারণ পটভূমি থেকে আসা, কেউ ঋণখেলাপি বা বিদেশি নাগরিক নন।

তিনি জনগণকে আহ্বান জানান, তারা যেন পছন্দের প্রার্থী বা দলকে অনুদান দিয়ে নির্বাচনি প্রচারে সহযোগিতা করেন। এনসিপির বিশ্বাস, জনগণের অর্থে নির্বাচিত প্রার্থীরাই সংসদে জনগণের কণ্ঠস্বর তুলে ধরবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।