বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা আদালত অবমাননা মামলায় নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর অব্যাহতি পেয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ বেঞ্চ এ আদেশ দেন।
গত ২৬ নভেম্বর প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, এক টকশোতে তিনি ট্রাইব্যুনালের গঠন ও বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। পরবর্তীতে ট্রাইব্যুনাল তাকে ৮ ডিসেম্বর হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়। শুনানির আগে ফজলুর রহমান লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং শুনানিতে উপস্থিত হন।
ট্রাইব্যুনাল তার ক্ষমা গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করে। আইনজীবী মহলে এই রায়কে বিচার বিভাগের মর্যাদা রক্ষার পাশাপাশি অনুশোচনার মাধ্যমে সমাধানের একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।