জাতীয় বিপ্লবী পরিষদ দাবি করেছে, ঢাকা-৮ আসনের সংসদ প্রার্থী ও বিপ্লবী কর্মী শরিফ ওসমান হাদির মাথায় গুলি করার ঘটনা জুলাইযোদ্ধাদের হত্যাযোগ্য করার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। শুক্রবার টোকিও থেকে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক খোমেনী ইহসান এ দাবি করেন। তিনি হামলার নিন্দা জানিয়ে হাদির পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং সরকারের দ্রুত পদক্ষেপের আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, শরিফ ওসমান হাদি দীর্ঘদিন ধরে ভারতে অবস্থানকারী আওয়ামীপন্থী গোষ্ঠীর হুমকির মুখে ছিলেন। খোমেনী ইহসান অভিযোগ করেন, সরকার, পুলিশ ও সেনাবাহিনী তার নিরাপত্তায় কোনো ব্যবস্থা নেয়নি, যা প্রশাসনের অবহেলা বা ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। সংগঠনটি হামলাকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার দাবি জানায়।
বিপ্লবী পরিষদ আরও দাবি করে, এ ধরনের হামলার বিরুদ্ধে কঠোর পাল্টা ব্যবস্থা নিতে হবে এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা উচিত। সরকার কেবল তদন্তের ঘোষণা দিলেও বিস্তারিত প্রতিক্রিয়া জানায়নি।