Web Analytics

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশ যাতে ফ্যাসিবাদী ব্যবস্থায় আর ফিরে না যায়, সে জন্যই এবারের গণভোটের আয়োজন। বুধবার কৃষি বিভাগের ১৭ হাজার কর্মকর্তা ও মাঠকর্মীর অংশগ্রহণে অনলাইন প্ল্যাটফর্ম জুমে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। তিনি জানান, আগামী পাঁচ বা দশ বছরে এমন সুযোগ আর নাও আসতে পারে, তাই ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

গণভোট-সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচারের মুখ্য সমন্বয়ক হিসেবে আলী রীয়াজ ২০২৪ সালের গণঅভ্যুত্থান ও বিগত ১৬ বছরের সংগ্রামে প্রাণ দেওয়া মানুষের ত্যাগের কথা উল্লেখ করেন। তিনি কর্মকর্তাদের আহ্বান জানান, গণভোটকে সহজ ভাষায় জনগণের কাছে তুলে ধরতে এবং হ্যাঁ-না ভোট হিসেবে উপস্থাপন করতে। বিশেষ অতিথি মনির হায়দার বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে হবে।

কৃষি মন্ত্রণালয় জানায়, গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে ব্যানার, লিফলেট, মোবাইল ভ্যান, আঞ্চলিক রেডিও প্রচার ও ২৪ ঘণ্টার হটলাইন চালু থাকবে। সভায় সভাপতিত্ব করেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।