Web Analytics

কুমিল্লার মুরাদনগর উপজেলার হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-১১ এর সিপিসি-২ ইউনিটের একটি বিশেষ দল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের ভূইয়াবাড়ি ব্রিজসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় রাইফেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা টের পেয়ে অপরাধীরা অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়।

র‍্যাব-১১ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লুট হওয়া অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

দীর্ঘদিন পর লুট হওয়া অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে। অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় স্থানীয়দের মধ্যে নতুন করে নিরাপত্তা ও আশাবাদ সৃষ্টি হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।