Web Analytics

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫০০০-এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। রয়টার্সকে এক সরকারি কর্মকর্তা জানান, ‘নিরীহ’ ইরানিদের প্রাণহানির জন্য ‘সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজদের’ দায়ী করা হচ্ছে। তিনি আরও জানান, সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ ও সর্বাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে উত্তর-পশ্চিমাঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে, যেখানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সক্রিয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, তাদের হিসাবে নিহতের সংখ্যা ৩ হাজার ৩০৮ জন, আর ৪ হাজার ৩৮২টি মৃত্যুর ঘটনা যাচাই করা হচ্ছে। সংগঠনটি আরও জানায়, ২৪ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের সংখ্যা নিয়ে এই ভিন্নতা ইঙ্গিত দেয় যে সহিংসতার মাত্রা ও তথ্যপ্রবাহ উভয়ই সীমিত ও জটিল।

কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে উত্তেজনা অব্যাহত রয়েছে, যা অতীতেও রাজনৈতিক অস্থিরতার সময় সহিংসতার কেন্দ্রবিন্দু ছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।