সোমবার গভীর রাতে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে ১২ জনকে পুশইন করেছে বিএসএফ। পরে তাদের মুন্সিপাড়া এলাকা থেকে আটক করে বিজিবি। আটককৃত ১২ জনের মধ্যে তিনজন নারী, আটজন পুরুষ ও একজন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের নড়াইল ও খুলনা জেলার বাসিন্দা ছিলেন। কিন্তু ভারতে গিয়ে তারা দেশটির নাগরিকত্বও লাভ করেন।