সিলেটের মোগলাবাজার এলাকায় নিখোঁজের মাত্র ৩০ ঘণ্টার মধ্যেই এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ এবং দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন আবুল কাশেমের ছেলে আল আমিন হাসান (১৮) ও মুকিত আহমেদের ছেলে মাহি আহমেদ নয়ন (১৮)। গত ৫ জানুয়ারি সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রী নিখোঁজ হলে তার পিতা মোগলাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় এসআই শাহজালাল শুভ তার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। তারা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভানুগাছ রোডের পানসী রেস্টুরেন্টের সামনে থেকে দুই অপহরণকারীকে আটক করে ছাত্রীটিকে উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ভিকটিমকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে এবং অপহরণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দ্রুত ও কার্যকর অভিযানে স্কুলছাত্রী উদ্ধারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।