Web Analytics

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার পর লুট হওয়া একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় সরকারি সফর আলী কলেজের পাশে পুকুরের ধারে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়। ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে অস্ত্রটি উদ্ধার করে থানার অস্ত্রাগারে রাখা হয়েছে। তিনি আরও জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র-জনতার বিজয় উদযাপনের সময় কিছু দুষ্কৃতিকারী দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। আড়াইহাজার থানাতেও ওইদিন অস্ত্র ও গোলাবারুদসহ সরকারি সম্পদ লুট হয়েছিল। উদ্ধারকৃত শটগানের নাম্বার মিলিয়ে দেখা হবে এটি লুট হওয়া অস্ত্রের মধ্যে ছিল কি না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।