বৃহস্পতিবার পটুয়াখালীর দুমকিতে ফেমাস ব্রিকস নামক অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে গেলে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আদালত জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন ইটভাটায় ভ্রাম্যমান আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে ভাটাটির মালিক পক্ষের লোকজন প্রশাসনের সঙ্গে থাকা ৩ থেকে ৪ জনকে মারধর করে। ইটভাটাটির পরিচাল মো. কাউয়ূম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, অভিযানে এসে প্রথমে তাদের কাছে টাকা চাওয়া হয়েছে। তা দিতে না পারায় ভাটা ভেঙ্গে ফেলা হচ্ছে।