নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত তিন দিনে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই শতাধিক রোগী। যাদের বেশিরভাগ পাবনার ঈশ্বরদী ইপিজেডের শ্রমিক। হাসপাতালে পর্যাপ্ত সরকারি ওষুধ না থাকায় রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে, এতে ক্ষুব্ধ রোগীরা। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ইপিজেডে খাবার ও পানি গ্রহণের কয়েক ঘণ্টা পর থেকেই শ্রমিকদের মধ্যে বমি, পেট ব্যথা ও পাতলা পায়খানার উপসর্গ দেখা দেয়।