Web Analytics

পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তিনি বলেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ নেতাদের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্তাদের বিরুদ্ধে করা মামলাগুলো ট্রাইব্যুনালে ব্যক্তিকেন্দ্রিক মামলা। আরও বলেন, এসব মামলা ছাড়াও জুলাই-আগস্টের ঘটনার বিভিন্ন স্থানের ওপর ভিত্তি করে কিছু মামলার তদন্ত চলছে। এর মধ্যে আশুলিয়া, রামপুরা, চানখাঁরপুলসহ বেশ কয়েকটি স্থানের মামলা উল্লে­খযোগ্য। যেসব মামলায় নৃশংসতা বেশি, সেগুলোয় আমরা অগ্রাধিকার দিচ্ছি। এ কারণে অন্য মামলার তদন্ত কিছুটা ধীরগতিতে চলছে। তবে এর মানে এ নয় যে মামলাগুলো থেমে আছে। তিনি জানান, শেখ হাসিনা সব অপরাধের কেন্দ্রবিন্দু। তার নির্দেশেই সব অপরাধ সংঘটিত হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত হলে সহযোগীদের বিরুদ্ধে তদন্ত অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব হবে। এ কারণে শেখ হাসিনার মামলা শেষ করে বাকিগুলো এর সঙ্গে সংযুক্ত করা হবে, যা তদন্ত প্রক্রিয়াকে সহজ করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।