গণঅধিকার পরিষদের নেতা শহিদুল ফাহিম বলেন, লামিয়ার মা ও জুলাই শহিদ জসীম উদ্দীনের স্ত্রী রুমা বেগম অসুস্থ হয়ে পরেছেন। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, লামিয়া আমার এলাকার মেয়ে। তার সঙ্গে অনেকবার কথা হয়েছে। মেয়েটি অনেক শক্ত মানসিকতার ছিল। ধর্ষণের ঘটনার পরে নিজেই থানায় গিয়ে অভিযোগ করেছিল। হঠাৎ তার সঙ্গে এমন কী ঘটল যে আজ আত্মহত্যা করলো? এটা তদন্ত করে বের করতে হবে। আরও বলেন, এ ধরনের ঘটনার দায় রাষ্ট্র এড়াতে পারে না। ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করার কথা থাকলেও তা দৃশ্যমান নয়। লামিয়া-আছিয়াসহ সকল ধর্ষণের ঘটনার বিচারের জন্য আমাদের আবার জেগে উঠতে হবে। উল্লেখ্য, ১৮ মার্চ পিতার কবর জিয়ারত শেষে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন শহীদ কন্যা। শনিবার রাতে তিনি আত্মহত্যা করেছেন।