Web Analytics

সিলেট জেলা প্রশাসন প্রবাসী বাংলাদেশিদের অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে ১০৩ রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে। শনিবার দুপুরে সিলেট নগরের রিকাবীবাজারের কবি নজরুল অডিটরিয়ামে এই সম্মাননা প্রদান করা হয়। সফল পেশাজীবী, ব্যবসায়ী, কমিউনিটি নেতা, নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী এবং বাংলাদেশি পণ্য আমদানিকারক—এই ছয়টি ক্যাটাগরিতে বিশ্বের ১১টি দেশের সিলেট জেলার প্রবাসীরা সম্মাননা গ্রহণ করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন।

অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, পুলিশ সুপার কাজী আখতারুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে একটি র‌্যালি বের করা হয়, যেখানে প্রবাসী, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

গত ২০ দিনে ৫৮২টি আবেদন জমা পড়ে এবং যাচাই-বাছাই শেষে ১০৩ জনকে সম্মাননার জন্য নির্বাচিত করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।