Web Analytics

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হয়েছে ব্যাপক ‘নো কিংস’ আন্দোলন। শনিবার নিউইয়র্ক সিটি থেকে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে ২,৫০০-এর বেশি স্থানে। আয়োজকরা জানান, ট্রাম্পের ‘স্বৈরাচারী মনোভাব ও কর্তৃত্ববাদী শাসন’ প্রতিরোধ করতেই তাদের এই আন্দোলন। তাদের বক্তব্য, “আমেরিকায় কোনো রাজা নেই, আমরা দুর্নীতি ও নিষ্ঠুরতার বিরুদ্ধে কথা বলব।” বিক্ষোভের ঢেউ ইতোমধ্যে ইউরোপেও পৌঁছেছে—বার্লিন, মাদ্রিদ ও রোমে সংহতি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে, টেক্সাস ও ভার্জিনিয়ার গভর্নররা ন্যাশনাল গার্ডকে সতর্ক অবস্থায় রেখেছেন। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট দাবি করেছেন, এই আন্দোলনে অ্যান্টিফা সদস্যরা যুক্ত; তবে কোনো প্রমাণ মেলেনি। ডেমোক্রেট নেতারা এই পদক্ষেপকে শান্তিপূর্ণ বিক্ষোভ দমনের চেষ্টা হিসেবে দেখছেন। ওয়াশিংটন ডিসির কেন্দ্রীয় সমাবেশে বক্তৃতা দেন সিনেটর বার্নি স্যান্ডার্স, অংশ নেন জেন ফন্ডা, কেরি ওয়াশিংটন ও জন লেজেন্ডের মতো তারকারা। ট্রাম্প প্রতিক্রিয়ায় বলেন, “আমি কোনো রাজা নই।”

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।