ইশরাককে শপথ পড়ানোর দাবিতে বুধবার ঢাকা সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবী উল্লাহ নবীর তত্ত্বাবধানে ডেমরা থানা বিএনপির সভাপতি পদ প্রত্যাশী এসএম রেজা সেলিম ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামানের নেতৃত্বে নগরভবন ঘেরাও কর্মসূচি হয়েছে। দাবি পূরণ না হলে সভায় ঢাকা ব্লকডের হুঁশিয়ারি দেওয়া হয়। নেতারা বলেন, অনির্বাচিত প্রশাসকের চেয়ে নির্বাচিত মেয়র পারেন এলাকার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে। একজন প্রশাসক এলাকার কোনো খোঁজখবর রাখেন না। মহানগরের অভ্যন্তরীণ সড়কগুলোর অবস্থা খুবই খারাপ। তাই উন্নয়নের জন্য নির্বাচিত মেয়র ইশরাককে দ্রুত পদে বসানোর বিকল্প নেই। না হলে ডেমরা থেকে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে এবং দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোর সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।