অফিসার্স ক্লাবের ছয় সদস্যদের বিরুদ্ধে দুদকের মামলা চালু হওয়ায় এবং দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক অপরাধের সঙ্গে জড়িত থাকায় তাদের ক্লাবের সদস্য পদ স্থগিত করা হয়েছে। তারা হলো, পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন, সাবেক সচিব এম এ কাদের ও সিরাজুল হক খান, সাবেক জ্যেষ্ঠ সচিব এস এম গোলাম ফারুক, দুদকের সাবেক কমিশনার জহিরুল হক, সাবেক সচিব ও নির্বাচন কমিশনার আনিসুর রহমান। সংগঠনটি বলেছে, দুর্নীতি ও অনিয়মের বিষয়টি প্রমাণিত হওয়ায় ক্লাবের নিয়ম অনুযায়ী তাদের সদস্য পদ স্থগিত করা হয়েছে।