কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, শুধুমাত্র ভোটের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠে না। বরং, এতে লুটেরা মাফিয়া শ্রেণির উত্থান ঘটে। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন শক্তিশালী কমিউনিটির উত্থান ও সক্রিয় অংশগ্রহণ। তিনি বলেন, কমিউনিটি যখন দাঁড়িয়ে যায়, এলাকা যখন সংগঠিত হয়, তখনই গণতন্ত্রের ভিত্তি তৈরি হয়। ভোটে নয়, কমিউনিটির সিদ্ধান্তে উন্নয়ন হতে হবে। কমিউনিটিই বুঝতে পারে কোনটা ভালো, কোনটা খারাপ। আরও বলেন, আমার সমাজে শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের মানুষই অন্তর্ভুক্ত। মাজার এই সত্যটা প্রতিনিয়ত প্রচার করে। এখানে সংস্কৃতির যে চর্চা হয়, তার একটাই ভাষা মানুষ। মানুষের চেয়ে বড় সত্য কিছু নেই। উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের স্বজনদের কষ্টের কথা শুনলে আমরা বিধ্বস্ত হয়ে যাই। এই বেদনা মনে রাখাটাই আমাদের পথচলার প্রেরণা। তিনি জানান, জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে জুলাই জাদুঘর নির্মাণ করা হচ্ছে, যা হবে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা।