Web Analytics

ঢাকায় মার্কিন দূতাবাস থেকে দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে ‘এফ’, ‘এম’ ও ‘জে’ ক্যাটাগরির ভিসার আবেদনকারীদের গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের হ্যান্ডেল (ইউজারনেম) ডিএস-১৬০ ফর্মে বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে। বৃহস্পতিবার দূতাবাসের ফেসবুক পেজে পোস্ট করা তথ্য অনুযায়ী, আবেদনপত্রে দেওয়া প্রতিটি তথ্য সঠিক ও সত্য বলে স্বীকার করেই তা স্বাক্ষর ও জমা দিতে হয়। এ তথ্য গোপন করা হলে ভিসা প্রত্যাখ্যান ছাড়াও ভবিষ্যতে ভিসা পাওয়ার যোগ্যতা হারাতে পারেন আবেদনকারী।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।