ঢাকায় মার্কিন দূতাবাস থেকে দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে ‘এফ’, ‘এম’ ও ‘জে’ ক্যাটাগরির ভিসার আবেদনকারীদের গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের হ্যান্ডেল (ইউজারনেম) ডিএস-১৬০ ফর্মে বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে। বৃহস্পতিবার দূতাবাসের ফেসবুক পেজে পোস্ট করা তথ্য অনুযায়ী, আবেদনপত্রে দেওয়া প্রতিটি তথ্য সঠিক ও সত্য বলে স্বীকার করেই তা স্বাক্ষর ও জমা দিতে হয়। এ তথ্য গোপন করা হলে ভিসা প্রত্যাখ্যান ছাড়াও ভবিষ্যতে ভিসা পাওয়ার যোগ্যতা হারাতে পারেন আবেদনকারী।