Web Analytics

কার্যক্রম নিষিদ্ধ বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকনের সঙ্গে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রশাসক মো. শাহ আলমের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) কুমিল্লার লালমাই লেকল্যান্ড পার্কে বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সভা শেষে তোলা এই ছবিগুলো নিয়ে নেটদুনিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু রায়হান বলেন, প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির জানা উচিত কার সঙ্গে ছবি তোলা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক নাগরিক অভিযোগ করেন, এই ছবি প্রশাসকের আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের ইঙ্গিত দেয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মুস্তাক মিয়া বলেন, সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে নিষিদ্ধ দলের নেতাদের সঙ্গে বৈঠক করা অনুচিত এবং বিষয়টি তদন্তের দাবি জানান।

এ বিষয়ে প্রশাসক মো. শাহ আলম জানান, তিনি কখন ছবি তোলা হয়েছে খেয়াল করেননি এবং তিনি কেবল একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।