Web Analytics

বিএনপি তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার এ কে এম শহিদুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছে। শনিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র মরহুম শহীদ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে এবং আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিএনপি জানায়, মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার, যা গণতান্ত্রিক দেশে সুরক্ষিত থাকা উচিত। শুধুমাত্র মতপ্রকাশের কারণে শহিদুল ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো অন্যায় বলে দলটি মনে করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার নিঃশর্ত মুক্তির আহ্বান জানায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।