সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন বন্ধে নেতৃত্ব দিতে। বাংলাদেশ শিশু একাডেমিতে ইয়ুথ ফোরাম অব বাংলাদেশের আয়োজনে ‘আন্তঃকলেজ বিতর্ক উৎসব ২০২৫’-এর ফাইনাল পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই আন্দোলনের মতো তরুণদের সাহস ও শক্তিকে নতুন বাংলাদেশ গঠনে কাজে লাগাতে হবে। তিনি বলেন, তরুণ প্রজন্মের ঐক্য ও মানবিক মূল্যবোধই হবে নারী ও শিশুর নিরাপদ বাংলাদেশ গড়ার ভিত্তি। মতাদর্শের ভিন্নতা যেন জাতীয় ঐক্য নষ্ট না করে, সে আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও তরুণদের সামাজিক পরিবর্তন ও দুর্বল জনগোষ্ঠীর সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।