যুক্তরাষ্ট্রের আলাস্কার পশ্চিমাঞ্চলে একটি আঞ্চলিক উড়োজাহাজ নিখোঁজ হওয়ার পর সেটির ধংসাবশেষ নোম শহরের দক্ষিণ পূর্বে ২৪ মাইল দূরে পাওয়া গেছে, উড়োজাহাজে থাকা ১০ আরোহীই নিহত হয়েছে। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি সাতজন উড়োজাহাজের ভিতরে রয়েছে ধারণা করা হচ্ছে। উড়োজাহাজটি উপকূল থেকে ১২ মাইল দূরে থাকার সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড়োজাহাজটি নিখোঁজ হয়েছিল গত বৃহস্পতিবার! ছবিতে দেখা গেছে বরফে ঢাকা অঞ্চলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে পড়ে আছে। এটি দু সপ্তাহের মধ্যে ঘটা তৃতীয় উড়োজাহাজ দুর্ঘটনা। এই ঘটনাটি এমন সময়ে ঘটেছে যখন যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নিরাপত্তা নিয়ে আলোচনা তুঙ্গে!