অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির রাজধানী ডারউইনে ঘণ্টায় ২০৫ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ট্রপিক্যাল ঘূর্ণিঝড় ‘ফিনা’। এর প্রভাবে ডারউইন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে এবং শহরজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। শনিবার রাতে আঘাত হানা ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড়টি রবিবার ধীরে ধীরে সরে গেলেও বাড়িঘর ও অবকাঠামোর ক্ষতি হয়েছে। জরুরি সংস্থা বাসিন্দাদের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে এবং বিদ্যুৎবাহী তার ছিঁড়ে পড়া এলাকা এড়িয়ে চলতে বলেছে। সরকারি প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড ওয়াটার করপোরেশন জানিয়েছে, কত মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছে তা এখনও জানা যায়নি। এবিসি নিউজ জানিয়েছে, গুরুতর আহতের খবর না থাকলেও ঝড়ের প্রভাবে ভারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া অব্যাহত রয়েছে। ১৯৭৪ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ট্রেসির স্মৃতি আবারও ফিরে এসেছে স্থানীয়দের মনে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।