Web Analytics

অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিনকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের স্বাক্ষরে গৃহীত সিদ্ধান্তের অনুলিপি ইতোমধ্যে কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়েছে। গত ২২ নভেম্বর ফৌজদারহাটে অনুষ্ঠিত এক জরুরি সভায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অনাস্থা প্রস্তাব গৃহীত হয়। সভায় অভিযোগ করা হয়, তিনি তৃণমূল নেতাকর্মীদের হুমকি দিয়েছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং এককভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। এছাড়া তিনি দলীয় তহবিল থেকে অর্থ আত্মসাৎ ও বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করে ব্যক্তিগতভাবে উন্নয়ন প্রকল্প বণ্টনের অভিযোগে অভিযুক্ত হন। এসব অনিয়মের কারণে দলের ভেতরে ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে স্থানীয় নেতারা জানিয়েছেন। সিদ্ধান্তের কাগজপত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।