Web Analytics

রাজধানীর কারওয়ান বাজারে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৯ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম। মঙ্গলবার আদালতে হাজির করার পর তদন্ত কর্মকর্তা তাদের রিমান্ডের পরিবর্তে কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষ জামিনের আবেদন জানালেও আদালত তা নামঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ১৯ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে একদল হামলাকারী লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে ডেইলি স্টার ভবনে প্রবেশ করে কর্মীদের ওপর হামলা চালায় এবং ভবনের একাধিক তলায় আগুন ধরিয়ে দেয়। তারা নগদ অর্থ ও সরঞ্জাম লুট করে, যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা। ঘটনায় ৩০ জন কর্মীকে উদ্ধার করা হয়।

ডেইলি স্টারের হেড অব অপারেশন মো. মিজানুর রহমান বাদী হয়ে ২২ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলা দায়ের করেন, যেখানে ৩৫০ থেকে ৪০০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।