মোহনপুরে এক গণসংবর্ধনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, নির্বাচনের আগেই ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না। ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকুন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বাবর বলেন, ক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টা করবেন না। আমরা কিন্তু মাঠে থাকব, দ্রুত নির্বাচন দিন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। উল্লেখ্য, সাড়ে ১৭ বছর কারাভোগের পর তার নিজ সংসদীয় এলাকার মোহনগঞ্জে এই প্রথম গণসংবর্ধনা অনুষ্ঠানে ১১ মিনিট বক্তৃতা করেন লুৎফুজ্জামান বাবর।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।