Web Analytics

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণে বিপুল পরিমাণ দান জমা পড়েছে। ৬ ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় রাখা ১১টি স্টিলের দানবাক্স মাত্র দুই দিনেই পূর্ণ হয়ে যায়। রবিবার রাতে গণনা শুরু হলে চারটি বাক্স ও একটি বস্তা থেকে পাওয়া যায় ৩৭ লাখ ৩৩ হাজার রুপি, আর অনলাইনে কিউআর কোডের মাধ্যমে এসেছে আরও ৯৩ লাখ রুপি। মোট দান কয়েক কোটি ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্বচ্ছতা বজায় রাখতে পুরো টাকা গণনার প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ৩০ জন কর্মী গণনার কাজে যুক্ত আছেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ও আলাদা ঘর তৈরির পরিকল্পনা চলছে। হুমায়ুন কবির দাবি করেছেন, দেশ-বিদেশ থেকে মানুষ উদারভাবে দান করছেন।

তৃণমূল থেকে বহিষ্কারের পর তিনি ঘোষণা দিয়েছেন, ২২ ডিসেম্বর নতুন দল গঠন করবেন এবং রাজ্যের আসন্ন নির্বাচনে ১৩৫ আসনে লড়বেন। তার এই উদ্যোগ রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।