অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থগিত পরীক্ষা আগামী সোমবার, ৫ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে।
সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং ৩১ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে। শোককালীন সময়ে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। খালেদা জিয়া আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শোককালীন সময়ে জাতীয় কর্মসূচি অনুযায়ী সব প্রতিষ্ঠান শোক পালন করবে এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা নতুন তারিখে অনুষ্ঠিত হবে।