ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ইঙ্গিত করে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, টাকা ফেরত চাইলে কাউকেই খুঁজে পাওয়া যায় না— এ বিষয়ে বন্ধুবান্ধব আর সরকারপ্রধানের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রসঙ্গত, যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টায় সমর্থন আদায়ের লক্ষ্যে লন্ডনে এ সফর করছেন প্রধান উপদেষ্টা। যুক্তরাজ্য বাংলাদেশের বিপুল পরিমাণ অর্থের আঁতুড়ঘরে পরিণত হয়েছে। এতে সংশ্লিষ্টতা আছে ক্ষমতাসীন পার্টি ও পার্লামেন্ট পারসন টিউলিপ সিদ্দিকীর। ধারণা করা হচ্ছে টিউলিপ প্রসঙ্গ এবং অর্থ ফেরতের ব্যাপারে আইনী ও নৈতিক বাধ্যবাধকতা থাকায় প্রধান উপদেষ্টার মুখোমুখি হওয়া থেকে বিরত থেকেছেন স্টারমার!