সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে ট্রাম্প প্রশাসন এনভায়ার্নমেন্টাল প্রোটেকশন এজেন্সির (ইপিএ) ১,৫০০-র বেশি বিজ্ঞানী ও গবেষককে ছাঁটাই করতে যাচ্ছে। কংগ্রেসের এক প্রতিবেদনে জানা গেছে, সামান্য কয়েকজনকে অন্য সংস্থায় স্থানান্তর করা হতে পারে, তবে বেশিরভাগই চাকরি হারাবেন। বর্তমানে ইপিএতে প্রায় ১,৭০০ বিজ্ঞানী কর্মরত, কিন্তু ট্রাম্প এর ৬৫% কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছেন। ডেমোক্র্যাট নেতারা এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন, ট্রাম্পকে বিজ্ঞানকে রাজনৈতিকীকরণের পর এখন তা ধ্বংসের চেষ্টা করার অভিযোগ এনেছেন। সূত্র: এপি