Web Analytics

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় প্রতীক ‘শাপলা কলি’র স্কেচ চূড়ান্ত করেছে। ইসির নির্ধারিত এই স্কেচ অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারে এনসিপির প্রতীক থাকবে। বুধবার (২৬ নভেম্বর) ইসি এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বলে এনসিপির একজন দায়িত্বশীল নেতা জানান। ইসির ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নামের পাশে তাদের প্রতীকের ছবি প্রদর্শিত হয়। এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) নিবন্ধিত হওয়ার পর এতদিন তাদের প্রতীকের ঘর খালি ছিল। এখন এনসিপির নামের পাশে ‘শাপলা কলি’র স্কেচ যুক্ত হয়েছে, যদিও সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) প্রতীকের স্কেচ এখনো যুক্ত হয়নি। এর আগে ইসি এনসিপিকে ‘শাপলা কলি’ ও সমাজতান্ত্রিক দলকে (মার্ক্সবাদী) ‘কাঁচি’ প্রতীক বরাদ্দ দিয়েছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।