Web Analytics

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির দাফনের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) স্বেচ্ছাসেবক দল মোতায়েন করা হয়। দুপুর দুইটার দিকে ডাকসুর নিরাপত্তা ভেস্ট পরিহিত স্বেচ্ছাসেবকদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ এলাকায় অবস্থান নিতে দেখা যায়, যেখানে হাদিকে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়।

শাহবাগ, কাঁটাবন, নীলক্ষেত ও বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। ডাকসুর স্বেচ্ছাসেবকরা জানান, দাফনকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতা এড়াতে তাদের মোতায়েন করা হয়েছে। উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত তৎপরতায় পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

হাদির দাফনকে ঘিরে জনসমাগম ছিল ব্যাপক। প্রশাসন জানিয়েছে, দাফনের পরও এলাকায় সাময়িকভাবে নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।