Web Analytics

ইরানের প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি সাম্প্রতিক বিক্ষোভে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দ্রুত বিচারের অঙ্গীকার করেছেন। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়, যেখানে কর্তৃপক্ষ এসব বিক্ষোভকে “দাঙ্গা” হিসেবে উল্লেখ করেছে। তেহরানের একটি কারাগার পরিদর্শনের সময়—যেখানে বিক্ষোভ-সংক্রান্ত আটক ব্যক্তিরা রয়েছেন—মোহসেনি বলেন, কেউ যদি সহিংসতা বা অগ্নিসংযোগে জড়িত থাকে, তবে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

ইরানের সংবাদ সংস্থাগুলোর তথ্যমতে, মোহসেনি আরও বলেছেন যে এসব বিচার প্রকাশ্যে অনুষ্ঠিত হওয়া উচিত। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি প্রায় পাঁচ ঘণ্টা ধরে কারাগারে অবস্থান করে আটক ব্যক্তিদের মামলার নথি পর্যালোচনা করেছেন। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, সাম্প্রতিক বিক্ষোভে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে যে বিচার বিভাগ ব্যাপকভাবে মৃত্যুদণ্ড প্রয়োগ করতে পারে।

এই পরিস্থিতি ইরানে মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে এবং বিচার বিভাগের পদক্ষেপ দেশটির অভ্যন্তরীণ উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।