Web Analytics

চীন তিন দশকের মধ্যে প্রথমবারের মতো কনডম ও অন্যান্য জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করেছে। ১৯৯৩ সাল থেকে করমুক্ত থাকা এসব পণ্যকে ২০২৪ সালের নতুন ভ্যাট আইনের আওতায় আনা হয়েছে। সরকার বলছে, এর লক্ষ্য কর ব্যবস্থার আধুনিকীকরণ এবং জন্মহার বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করা। একই সঙ্গে ৯০ বিলিয়ন ইউয়ান (প্রায় ১২.৭ বিলিয়ন ডলার) বরাদ্দ দিয়ে জাতীয় শিশু যত্ন ভর্তুকি কর্মসূচি চালু করা হয়েছে এবং প্রসব সংক্রান্ত সব খরচ জাতীয় স্বাস্থ্য বিমার আওতায় আনা হয়েছে।

২০২৪ সালে প্রতি ১,০০০ জনে জন্মহার ছিল মাত্র ৬.৭৭, যা ঐতিহাসিকভাবে খুবই নিচু। সামাজিক যোগাযোগমাধ্যমে কনডমে কর আরোপ নিয়ে ব্যাপক সমালোচনা ও হাস্যরস ছড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ প্রতীকী এবং জন্মহার বৃদ্ধিতে তেমন প্রভাব ফেলবে না, তবে এটি সরকারের কাঙ্ক্ষিত পারিবারিক আচরণের ইঙ্গিত দেয়।

সমাজবিজ্ঞানীরা সতর্ক করেছেন, জন্মনিয়ন্ত্রণের সুযোগ সীমিত হলে এর নেতিবাচক প্রভাব নারীদের ওপর পড়বে, বিশেষ করে পিছিয়ে থাকা শ্রেণির নারীদের ওপর।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।